UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে রাস্তার পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

pial
মে ৮, ২০২২ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্রাকি এলাকার মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত (৩৮) এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রবিবার (৮ মে) সকাল ১০ টার দিকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এটি হত্যা না সড়ক দুর্ঘটনা তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

ফকিরহাট থানার ওসি মুহাম্মাদ আলীমুজ্জামান বলেন, খুলনা মাওয়া মহাসড়কের ফকিরহাট আট্রাকি এলাকায় সড়কের পাশে যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সকালে পুলিশে খবর দেয়। খবর পেয়ে আমি নিজেই সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করি। লুঙ্গি ও গেঞ্জি পরিহিত আনুমানিক ৩৮ বছর বয়সের এ যুবকের লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে। তবে এ যুবক কে হত্যা না সড়ক দুর্ঘটনায় মৃত্যু তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তদন্ত কাজ চলমান রয়েছে।

(ঊষার আলো-এফএসপি)