UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ইউসিবি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন

pial
মে ২৬, ২০২২ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাহাদ সুমন : বরিশালের বানারীপাড়ায় ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) উপ-শাখার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার সংলগ্ন সদর রোডে ব্যাংকের এ উপ-শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.নুরুল হুদা,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন ও ব্যাংকের স্বরূপকাঠির ইন্দুরহাট শাখা ব্যবস্থাপক গোপালেন্দু রায়। ইউসিবি ব্যাংকের বরিশাল শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ক্রেডিট ইনচার্জ শফিকুল ইসলাম জিলানের সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও অতিথি ছিলেন বরিশাল পল্লী বিদ্যুত সমিতি-২’র বানারীপাড়া সাব ষ্টেশনের এজিএম মতিউর রহমান,থানার উপ-পরিদর্শক ওসমান গণি প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম,সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ তালুকদার,প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ,রেজাউল ইসলাম বেল্লাল ও স্বপন মাঝি,সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,ব্যাংকের বানারীপাড়া উপ-শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নাছরুল্লাহ্সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা আ. গণি,সাংবাদিক আঃ আউয়াল,রুবেল বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এফএসপি)