বানারীপাড়া(বরিশাল)প্রতিনি
১৪ জুন মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বরিশাল স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এ কর্মশালার উদ্বোধন করেন। এসময় তিনি তার বক্তব্যে বিশেষ ১০ টি উদ্ভাবনী উদ্যোগ ও স্বপ্নের পদ্মা সেতুসহ দেশজুড়ে অভূতপূর্ব উন্নয়নকর্মকান্ডের চিত্র তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।
বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাস স্বাগত বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,মাষ্টার সিদ্দিকুর রহমান,আনোয়ার হোসেন মৃধা ও সাইফুল ইসলাম শান্ত,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম,প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম গোলাম মাহমুদ রিপন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন।