UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী কর্মশালা 

koushikkln
জুন ১৪, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বরিশাল স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এ কর্মশালার উদ্বোধন করেন। এসময় তিনি তার বক্তব্যে বিশেষ ১০ টি উদ্ভাবনী উদ্যোগ ও স্বপ্নের পদ্মা সেতুসহ দেশজুড়ে অভূতপূর্ব উন্নয়নকর্মকান্ডের চিত্র তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।

বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাস স্বাগত বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আ. জলিল ঘরামী,যুগ্ম সম্পাদক এটিএম মোস্তফা সরদার,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,মাষ্টার সিদ্দিকুর রহমান,আনোয়ার হোসেন মৃধা ও সাইফুল ইসলাম শান্ত,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম,প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম গোলাম মাহমুদ রিপন,সাধারণ সম্পাদক সুজন মোল্লা প্রমুখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন।