ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্মেলনÑ২০২২ (০৫ নভেম্বর) শনিবার সকাল ১০টায় নগরীর অভিজাত কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়।
সভায় খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির সভাপতি ও বাপুস কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ আলমগীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার রহমত আলী ও অতিরিক্ত সাধারণ সম্পাদক রতন কুমার নাথের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপুস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আরিফ হোসেন ছোটন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শ্যামল পাল, কেন্দ্রীয় পরিচালক ও সাংগঠনিক স্ট্যান্ডিং কমিটির আহŸায়ক ওয়াহিদুজ্জামান সরকার জামাল, কেন্দ্রীয় পরিচালক ও নীতিমালা স্ট্যান্ডিং কমিটির আহŸায়ক কাজী জহুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় পরিচালক শামসুল ইসলাম বাহার, আমিরুল ইসলাম, মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ, মোহাম্মাদ আবু সাঈদ, মোঃ রফিকুল ইসলাম, আরাফাত ফয়সাল সরকার, মোঃ রবিউল আলম, লেকচার পাবলিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপক পরিচালক মাহমুদুল হাসান, পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের সিইও এবং পরিচালক মুহাম্মদ সাজেদুল ইসলাম, কাজল ব্রাদার্স লিমিটেডের পরিচালক সালমান আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ১০ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ যথাক্রমে খুলনাÑমোঃ আলমগীর, বেরাহন উদ্দিন বিশ্বাস, যশোরÑমোঃ মাসুদুর রহমান, এ বি এম জাকির উদ্দিন দোলন, চুয়াডাঙ্গাÑমোঃ হারুন-অর-রশীদ বাবু, মোঃ আব্দুল্লাহ আল মামুন, ঝিনাইদহÑমোঃ শফিকুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মাগুরাÑলিটন ঘোষ, খন্দকার মোশফিকুর রহমান, বাগেরহাটÑমোঃ আবু জাফর মোল্লা বিপু, ইমরুল কায়েস, কুষ্টিয়াÑখন্দকার রহমত আলী, মোঃ মাহবুবুর রহমান ফারুক, সাতক্ষীরাÑমোঃ সাইফুল ইসলাম বাবু, আ জ ম নাসির উদ্দিন, মেহেরপুরÑএ এস এম ফরিদ উদ্দিন, মোঃ সাইদুল হাসান রিপন, নড়াইলÑসুব্রত কুমার ঘোষ, মোঃ রেজাউল হক।
২য়পর্বে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে তাৎক্ষণিকভাবে মোঃ আলমগীরকে সভাপতি, এ বি এম জাকির উদ্দিন দোলনকে সিনিয়র সহ-সভাপতি, খন্দকার রহমত আলীকে সাধারণ সম্পাদক, রতন কুমার নাথকে অতিরিক্ত সাধারণ সম্পাদক, জসিম উদ্দিনকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ সাইফুল ইসলাম বাবুকে কোষাধ্যক্ষ করে কমিটির ৬ জনের নাম ঘোষণা করা হয়।
পরিশেষে বাপুস খুলনা জেলা শাখার নিজস্ব পুস্তক ভবনের ৩য় তলায় শহীদুল ইসলাম অডিটরিয়ামের উদ্বোধন করেন সমিতির কেন্দ্রীয় সভাপতি মোঃ আরিফ হোসেন ছোটন।