UsharAlo logo
শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাবাকে খুনের অভিযোগে সাবেক ইউপি সদস্য আটক

ঊষার আলো
মে ১৫, ২০২২ ১:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বরণ ছেলো বেলো গ্রামে আব্দুল কাদের দেওয়ান (৭২) নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠেছে তার ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত আটাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদকে (৪৫) আটক করেছে পুলিশ রোববার (১৫ মে) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, দীর্ঘদিন থেকে বাবা-ছেলের মধ্যে পারিবারিক কোন্দল চলে আসছিল।বিষয়টি আমি একাধিকবার আপোষ-মিমাংসা করে দিয়েছি। কিন্তু রোববার ভোর ৪টার দিকে ছেলে তার বাবার মাথায় আঘাত করে হত্যা করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একই সময়ে হত্যাকাণ্ডের অভিযোগে ছেলে সুলতান মাহমুদকে আটক করা হয়েছে।নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করবেন বলেও জানান ওসি পলাশ চন্দ্র দেব।

ঊষার আলো-এসএ