UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বাবার সামনেই সড়কে প্রাণ গেল শিশুর

usharalodesk
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সিরাজগঞ্জে বাবার মোটরসাইকেল থেকে নেমে স্কুলে ঢোকার জন্য রাস্তা পার হওয়ার সময় অটোরিক্সার ধাক্কায় মো. সিফাত রহমান (৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে শহরের পুরাতন বগুড়া রোডের বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।নিহত সিফাত সদর উপজেলা খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বাবা আব্দুল আল মামুনের মটরসাইকেলযোগে পৌর এলাকার বাহির গোলা পাঠশালা স্কুলের সামনে আসে সিফাত। বাবার মোটরসাইকেল থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় কাঠেরপুল থেকে শহরগামী একটি অটোরিক্সা সিফাত রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিফাত নিহত হয়।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিক্সার ধাক্কায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় অটোরিক্সাটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। তার পরিবাররের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঊষার আলো-এসএ