UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি নেতা বকুল ও মনা’র নামে ভূয়া ফেসবুক আইডি: থানায় জিডি

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সদস্য রকিবুল ইসলাম বকুল ও মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনার নামে ভূয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন ধরণের মন্তব্য ও পোস্ট করার ঘটনায় খুলনা থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকার শরিফুল ইসলাম টিপু বাদী হয়ে  সোমবার রাতে খুলনা থানায় এ ডায়েরী করেন।

ডায়েরী সুত্রে জানা যায়, মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট শফিকুল আলম মনার নাম ব্যবহার করে অজ্ঞাতনামা ব্যক্তিবৃন্দ “মনা ভাই সমর্থন গোষ্ঠী” নামক একটি ফেসবুক একাউন্ট খুলেছেন। উক্ত ভূয়া ফেসবুক একাউন্ট থেকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও আপত্তিকর তথ্য সম্বলিত ছবিসহ পোষ্ট করছেন। গত ইং ১৩/১২/২০২৩ তারিখ সন্ধ্যায় উক্ত ভূয়া এ্যাকাউন্ট থেকে সদস্য সচিব শফিকুল আলম তুহিন এর ছবিসহ সম্পূর্ণ মিথ্যা ও মানহানীকর পোষ্ট করেছেন।

যার জন্য দলীয় নেতাকর্মীদের মাঝে মারাত্মক ভুল বোঝাবুঝিসহ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এছাড়াও উক্ত ভূয়া ফেসবুক এ্যাকাউন্ট থেকে সরকার ও রাষ্ট্র বিরোধী আজেবাজে কথা ও ব্যঙ্গচিত্র পোষ্ট করা হচ্ছে।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা ও মহানগর বিএনপি খুলনার ১নং সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এর একাধিক ভুয়া ফেসবুক এ্যাকাউন্ট কে বা কাহারা চালাচ্ছেন, যাহার মধ্যে “আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল” নামক ফেসবুক এ্যাকাউন্টটি উল্লেখ্যযোগ্য এবং  “Rakibul Islam Bakul”    আইডি লিংক  সহ একাধিক ভুয়া একাউন্ট চলমান রয়েছে।