UsharAlo logo
শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায়ী পুলিশ সুপারকে কেএমপির সংবর্ধনা

ঊষার আলো
মার্চ ১৬, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ (বিপিএম) কে কেএমপির পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) কেএমপি’র হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে গাজীপুর জেলায় পুলিশ সুপার পদে বদলিজনিত পদায়ন উপলক্ষে খুলনার পুলিশ সুপার শফিউল্লাহকে ক্রেস্ট ও ফুল দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম-সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

 

(ঊষার আলো-আরএম)