UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে

ঊষার আলো
জুন ৫, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানের মধ্যে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহটিতে পুঁজিবাজারে সকল সূচক বেড়েছে।

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বৃদ্ধি পেয়েছে ২৫৭৪ কোটি টাকা। কিন্তু অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৬৫ কোটি টাকা। অর্থাৎ সবমিলিয়ে পুঁজিবাজারে লেনদেন মোট ২৫০৯ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ১০ হাজার ২৫৮ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার ৫০৯ টাকার লেনদেন হয়েছে। তার গত সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ৬৮৩ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ১১৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২ হাজার ৫৭৪ কোটি ৮৬ লাখ ৯৬ হাজার ৩৯৪ টাকা কিংবা ৩৩ দশমিক ৫১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে বিদায়ী সপ্তাহে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে মোট ৩৭৮ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৭৩৫ টাকার। এর আগের সপ্তাহে লেনদেন হয় ৪৪৪ কোটি ১১ হাজার ৯৪৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে মোট লেনদেন ৬৫ কোটি ৬৭ লাখ ৬৯ হাজার ২০৯ টাকা কিংবা ১৪ দশমিক ৭৯ শতাংশ কমেছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯৬.০৮ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৭ হাজার ৫৪৩ দশমিক ৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

(ঊষার আলো-এফএসপি)