UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদায় নিতে চলেছে মাইক্রোসফটের

usharalodesk
মে ২২, ২০২১ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ইন্টারনেট এক্সপ্লোরার’র সময় শেষ হয়েছে। এ ব্রাউজারকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। ২০২২-এর জুনেই শেষবারের মতো এটি ব্যবহার করা যাবে। এমন খবরই জানিয়েছে মাইক্রোসফট।

১৯৯৫ সালে প্রথম মাইক্রোসফ্‌ট ‘ইন্টারনেট এক্সপ্লোরার’ ব্রাউজার নিয়ে আসে। প্রায় দীর্ঘ ২৫ বছর গ্রাহকদের মন জয় করেছে এ ব্রাউজার। তবে পরে কালের গতিতে ক্রমেই পিছিয়ে পড়ে ব্রাউজারটি। সাথে কমতে শুরু করে গ্রাহকের সংখ্যাও। গুগল ক্রোম-এর সাথে এটি পাল্লায় অনেকটাই পিছিয়ে পড়েছে। কাজে এক্সপ্লোরার-এর জনপ্রিয়তা কমতে থাকায় মাইক্রোসফট ২০১৫ সালে নিয়ে আসে ‘এজ ব্রাউজার’। ফলে আরও পিছিয়ে পড়ে এক্সপ্লোরার। তাই এবার একেবারেই এক্সপ্লোরারকে বিদায় জানাতে চলেছে মাইক্রোসফট।

(ঊষার আলো-এফএসপি)