UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিভাগীয় মহাসমাবেশ ঘিরে বিএনপির সর্বাত্মক প্রস্ততি

koushikkln
অক্টোবর ১২, ২০২২ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশবিরোধী ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিতে রাজপথের আন্দোলন তরান্বিত করতে খুলনায় দেশের সর্ববৃহৎ গণ সমাবেশের প্রস্ততি নিয়েছে বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২২ অক্টোবর শনিবার খুলনায় অনুষ্ঠিত হবে এ গণ সমাবেশ। বিভাগের ১০ জেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী জমায়েত হবেন খুলনায়। গণ সমাবেশ কর্মসূচির জন্য নগরীর শহিদ হাদিস পার্ককে ভেন্যু নির্ধারণ করে চলছে প্রস্ততি। সকল বাঁধার পাহাড় ডিঙ্গিয়ে যে কোন মূল্যে সমাবেশ সফল করতে নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনে বাঁশের লাঠিতে জাতীয় পতাকা বেঁধে কর্মসচিতে যোগ দেবেন তারা। শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচি পালনে সহায়তার জন্য প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে বিএনপির পক্ষ থেকে সহায়তা কামনা করা হয়েছে।
বিভাগীয় গণ সমাবেশ কর্মসূচি সফল করতে খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ প্রস্ততি সভা থেকে এ সব তথ্য জানানো হয়েছে।

বাঁধার পাহাড় ডিঙ্গিয়ে খুলনার গণ সমাবেশ কর্মসূচি সফল করা হবে : মনা

বুধবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কাযালয়ে অনুষ্ঠিত প্রস্ততি সভায় সভাপতিত্ব করেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা।
গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক জ¦ালানী তেল, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধি, ভোলায় নুরে আলম, আব্দুর রহিম, নারায়নগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওনকে গুলি করে, যশোরে আব্দুল আলিমকে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক নির্মমভাবে হত্যার প্রতিবাদে, বিএনপির চেয়ারপার্সন মাদার অব ডেমোক্রেসি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা মামলার প্রতিবাদে আগামী ২২ অক্টোবর শনিবার খুলনায় বিভাগীয় গণ সমাবেশ করবে বিএনপি।
যৌথ প্রস্ততি সভা থেকে গণ সমাবেশ কর্মসূচি সফল করতে ১৪ টি উপ কমিটি গঠন করা হয়। আজিজুল বারী হেলাল ও রকিবুল ইসলাম বকুলকে উপদেষ্টা এবং শফিকুল আলম মনাকে আহবায়ক, শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব এবং আমীর এজাজ খান, মনিরুল হাসান বাপ্পী ও তারিকুল ইসলাম জহিরকে সদস্য করে অর্থ উপ কমিটি। মনিরুল হাসান বাপ্পীকে আহবায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে জেলা এবং শফিকুল আলম তুহিনকে আহবায়ক ও আবুল কালাম জিয়াকে সদস্য সচিব করে মহানগর সাংগঠনিক উপ কমিটি। শামীম কবিরকে আহবায়ক ও আশরাফুল আলম নান্নুকে সদস্য সচিব করে জেলা এবং মাসুদ পারভেজ বাবুকে আহবায়ক ও শেখ সাদীকে সদস্য সচিব করে প্রচার উপ কমিটি। কাজী মাহমুদ আলীকে আহবায়ক ও হ্সাানুর রশিদ মিরাজ ও মোল্লা ফরিদ আহমেদকে যুগ্ম আহবায়ক করে মঞ্চ ব্যবস্থাপনা উপ কমিটি। মুরশিদুর রহমান লিটনকে আহবায়ক ও মোঃ শরিফুল ইসলাম টিপুকে সদস্য সচিব করে দপ্তর উপ কমিটি। স ম আব্দুর রহমানকে আহবায়ক ও মোল্লা খায়রুল ইসলামকে সদস্য সচিব করে পরিবহন ও যোগাযোগ উপ কমিটি। এহতেশামুল হক শাওনকে আহবায়ক, মিজানুর রহামন মিলটনকে সদস্য সচিব, রফিকুল ইসলাম বাবু, তানভিরুল আযম রুম্মান, রকিবুল ইসলাম মতি ও মোঃ আশরাফুল ইসলামকে সদস্য করে মিডিয়া উপ কমিটি। ডা. আবু জাফর মোঃ সালেহ পলাশকে আহবায়ক করে চিকিৎসা সেবা উপ কমিটি। মাহবুব হাসান পিয়ারুকে আহবায়ক, শেখ তৈয়েবুর রহমান, ইবাদুল হক রুবায়েদ, আতাউর রহমান রুনুকে যুগ্ম আহবায়ক ও নাজমুল হুদা চৌধুরী সাগরকে সদস্য সচিব করে সাজসজ্জা উপ কমিটি। আমীর এজাজ খানকে আহবায়ক এবং শফিকুল আলম তুহিন, মনিরুল হাসান বাপ্পী, তারিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, সৈয়দা রেহানা ঈসা ও এ্যাড. ইুরুল হাসান রুবাকে সদস্য করে অভ্যর্থনা উপ কমিটি। আশরাফুল আলম নান্নু, একরামুল হক হেলাল ও কে এম হুমায়ুন কবিরের নেতৃত্বে হোটেল ব্যবস্থাপনা উপ কমিটি। বদরুল আনাম খান, একরামুল হক হেলাল ও আলী আক্কাসের সমন্বয়ে আপ্যায়ন উপ কমিটি। খান জুলফিকার আলী জুলুকে আহবায়ক, শের আলম সান্টুকে সদস্য সচিব এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক/ আহবায়ক ও সদস্য সচিবের সমন্বয়ে শৃঙ্খলা উপ কমিটি। এ্যাড. নুরুল হাসান রুবাকে আহবায়ক, এ্যাড. মাসুম রশিদ, এ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার ও এ্যাড. শহিদুল ইসলামকে সদস্য করে আইনী সহায়তা উপ কমিটি গঠন করা হয়।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় প্রস্ততি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, শেখ আবু হোসেন বাবু, কাজী মোঃ রাশেদ, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, মোস্তফা উল বারী লাভলু, আবুল কালাম জিয়া, মোল্লা মোশারফ হোসেন মফিজ, বদরুল আনাম খান, অধ্যাপক মনিরুল হক বাবুল, মাহবুব হাসান পিয়ারু, শেখ তৈয়েবুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, শামীম কবির, একরামুল হক হেলাল, আশরাফুল আলম নান্নু, মাসুদ পারভেজ বাবু, শামসুল আলম পিন্টু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, চৌধুরী কওসার আলী, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, খায়রুল ইসলাম খান জনি, শেখ শাহিনুল ইসলাম পাখী, অসিত কুমার সাহা, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, ইলিয়াস হোসেন মল্লিক, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, মোঃ হাফিজুর রহমান, কাজী মিজানুর রহমান, সুলতান মাহমুদ, এহতেশামুল হক শাওন, মনিরুজ্জামান লেলিন, একরামুল কবির মিল্টন, জহর মীর, এস এম মুরশিদুর রহমান লিটন, নাজিরউদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, হাসানউল্লাহ বুলবুল, খন্দকার ফারুক হোসেন, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, সরোয়ার হোসেন, মোঃ জামালউদ্দিন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, গাজী আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, সরদার আব্দুল মালেক, আনসার আলী, নাসির খান, আব্দুস সালাম, আলমগীর হোসেন, আব্দুর রহমান ডিনো, ফারুক হোসেন হিলটন, গাজী আব্দুল হালিম, তরিকুল ইসলাম, দিদারুল হোসেন, মোঃ জাহিদুল হোসেন জাহিদ, জাফরী নেওয়াজ চন্দন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান,
মহিলা দলের এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, সেতারা সুলতানা, যুবদলের আব্দুল আজিজ সুমন, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, শফিকুল ইসলাম শাহিন, ওয়াহিদুজ্জামান হাওলাদার, মুনতাসির আল মামুন, কৃষক দলের মোল্লা কবির হোসেন, আক্তারুজ্জামান তালুকদার সজীব, শেখ আদনান ইসলাম দীপ, শ্রমিক দলের খান ইসমাইল হোসেন, তাঁতী দলের আবু সাঈদ শেখ, ম শা আলম, মৎস্যজীবী দলের আজিজুল ইসলাম, জাসাসের শহিদুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।

জাসাস মহানগর ও জেলা শাখার প্রস্তুতি সভা

আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য বিএনপি’র কেন্দ্র ঘোষিত খুলনা বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ প্রস্তুতি সভা বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর জাসাস’র আহবায়ক ইঞ্জিনিয়ার নূর ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সদস্য সচিব এহতেশামুল হক শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা জাসাস’র আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব মোঃ আবুল কালাম আজাদ, এমএ জলিল, ওয়াহিদুর রহমান অর্ঘ, শামীম খান, মোঃ ফারুক হোসেন, মোঃ আনিসুর রহমান, মোঃ হাবিবুর রহমান, জনি, মোঃ ইয়াছিনুল ইসলাম মিন্টু, জাহাঙ্গীর আলম মুরাদ, মোঃ আশরাফুল ইসলাম, এসএ আজাদ, শেখ জিয়াউর রহমান, আশিকুর রহমান, টিটো, মনিরুল, নুরুজ্জামান খোকন, জাবেদ আলী আকুঞ্জী, মোঃ আব্দুল¬া আল মামুন, মোঃ রাসেল সরদার, মোঃ রবিউল ইসলাম, মোঃ আরিফ শেখ ও মোঃ মতিউর রহমান মামুন প্রমুখ। আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফলে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণে সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

 ৩০ ও ১৭ নং ওয়ার্ড বিএনপির প্রস্ততি সভা

২২ অক্টোবর খুলনায় বিএনপির গণ সমাবেশ কর্মসূচি সফল করতে ৩০ নং ওয়ার্ড বিএনপির প্রস্ততি সভা বুধবার (১২ অক্টোবর) বিকেলে অনষ্ঠিত হয়েছে। ওয়ার্ড বিএনপির আহবায়ক এ্যাড. মোল্লা মাসুম রশিদের সভাপতিত্বে প্রস্ততি সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য বেগ তানভিরুল আযম, কে এম হুমায়ুন কবির, এহতেশামুল হক শাওন, খন্দকার হাসিনুল ইসলাম নিক ও জাসাস নেতা মোঃ আশরাফুল ইসলাম। সালাহউদ্দিন মোল্লা বুলবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মতিয়ার রহমান বুলেট, গোলাম কিবরিয়া, সওগাতুল ইসলাম সগির, তৌহিদুর রহমান, মেহেদী হাসান লিটন, সরোয়ার শিকদার, রইসউদ্দিন হিরা, আব্দুল জলিল, নুর ইসলাম নুরু, কে এম আলাউদ্দিন, মোঃ ফারুক হোসেন, রোকেয়া ফারুক, আমিন মোল্লা বোয়িং, মিজান শিকারী, পারভীন আক্তার, বিউটি বেগম, মোঃ শুকুর, মোঃ শাহ আলম, মোঃ চুন্নু, আব্দুর রশিদ, মফিজুর রহমান, ফিরোজ হাওলাদার, আলী আকবর, খোরশেদ জাহান রানা, দেলোয়ার হোসেন, মোঃ জহুরুল হক, মেহেদী হাসান, কিছমত প্রমুখ।
এদিকে ১৭ নং ওয়ার্ড বিএনপির প্রস্ততি সভা বাদ মাগরিব শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন নগর বিএনরি যুগ্ম আহবায়ক শের আলম সান্টু। তারিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আলী আক্কাস, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, মোল্লা রাজু আহমেদ, তরিকুল ইসলাম বাকার, আজিজুর রহমান, আবুল কালাম, ফরহাদ বকশী, সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম মল্লিক, হাসনা হেনা, শাকারুল ইসলাম সুমন, জাকির হোসেন বাবু, আমিনুর ইসলাম, ইয়াসিন মোল্লা, সুলতান আহমেদ, শরিফুল ইসলাম অসিম, নুর হোসেন বাদল, বিল্লাল হোসেন, হুমায়ুন কবির, মিজানুর রহমান, সাগর আহমেদ, আনিস কাজী, ইফসুফ আলী, সাইফুল ইসলাম, শাহানা আক্তার প্রমুখ।