UsharAlo logo
শুক্রবার, ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব আর্থ্রাইটিস দিবস উপলক্ষে খুমেকে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

koushikkln
অক্টোবর ১২, ২০২২ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিশ্ব আর্থ্রাইটিস দিবস উপলক্ষে খুলনা মেডিকেল কলেজে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১২ অক্টোবর ২০২২ রবিবার সকাল ১১ টায় খুমেক ক্যাম্পাসে “হাতের মুঠোয় নিয়ন্ত্রণ, শুধু পদক্ষেপের প্রয়োজন” এ প্রতিপাদ্য কে সামনে রেখে খুলনা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অর্থোপেডিক এর খুলনা বিভাগীয় প্রধান ডা. মোঃ মেহেদী নেওয়াজ-এর সভাপতিত্বে বর্ণাঢ্য র‌্যালি ও র‌্যালি শেষে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডা. আব্দুল কাদের। এ সময় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ডা. কুতুব উদ্দিন মলি­ক, ডা. দিদারুল আলম, অধ্যাপক ডা. খসরুল আলম মলি­ক, অধ্যাপক ডা. এ.বি.এম সাইফুল আলম, অধ্যাপক ডা. মোঃ কামরুজ্জামান, অধ্যাপক ডা. হাবিবুর রহমান, ডা. আব্দুল কাদের, ডা. ফরিদুজ্জামান, ডা. মোক্তার হোসেন, ডা. রোকসানা পারভীন, ডা. ওয়াজেদ আলী মৃধা, ডা. ডালিয়া আক্তার, ডা. দেবাশীষ ঘোষ প্রমুখ। এছাড়াও দিনব্যাপী আয়োজিত সেমিনারে সকল বিভাগের চিকিৎসক, চিকিৎসক নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।