UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ 

koushikkln
অক্টোবর ১১, ২০২২ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

তথ্য বিবরণী : খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান (১১ অক্টোবর) মঙ্গলবার দুপুরে জেলা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খান। খুলনা জেলা প্রশাসন, জেলা শিশু একাডেমি, জেলা মহিলা বিষয়ক দপ্তর, জেজেএস ও ইসলামিক রিলিফ বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখ সাদি ভূঞা, ইসলামিক রিলিফ বাংলাদেশ খুলনা এর সিনিয়র প্রজেক্ট অফিসার মোঃ জাকারিয়া ও জেজেএস’র পরিচালক (প্রোগ্রাম) এমএম চিশতি। স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আবুল আলম।

অতিথিরা বলেন, শিশুদের শিক্ষিত ও ভাল মানুষ হিসেবে তৈরি করতে হবে। শিশুদের পরিপূর্ণ বিকাশের লক্ষ্যে তাদের মধ্যে শৈশব থেকেই দেশপ্রেম ও মানবিক গুণাবলির উন্মেষ ঘটাতে হবে। শিশুর অধিকার রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। তাদের অবহেলা করার কোন সুযোগ নেই। এরাই আগামী দিনে সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।