ঊষার আলো ডেস্ক : মুক্ত বাংলা সংস্থার সাধারণ সম্পাদক মো. কামরান হাচান মন্টু’র পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর মুসলমান পাড়া ক্রস রোডস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যৃকালে তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামের মৃত. আব্দুল খালেকের ছেলে। মরহুমের নামাজে জানাযা রবিবার যোহর বাদ মুসলমান পাড়া দারুল উলুম জামে মসজিদ অনুষ্ঠিত হবে। পরে তাকে নিরালা সরকারি কবরস্থানে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন মুক্ত বাংলা সংস্থার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সংস্থার সভাপতি ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, সহ-সভাপতি এম এম ওয়ারিছুল হক পলাশ, মো. আব্দুল লতিফ সুইট, মো. জাকির হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সহিদ আলী ও আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মো. আলি হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক তালাত মাহমুদ সাগর, দপ্তর সম্পাদক মো. আবুল হাসান, ক্রীড়া সম্পাদক শেখ জাহিদুর রহমান জাহিদ, তথ্য ও প্রচার সম্পাদক এম এ জলিল, সমাজ কল্যাণ সম্পাদক মো. নাঈম হাসান হাসিব, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক দ্বীন মোহাম্মদ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক এস এম আনোয়ার হোসেন, মহিলা ও সাংষ্কৃতিক সম্পাদিকা বনানী সুলতানা ঝুমু, কার্যনির্বাহী সদস্য শামীম আহমেদ, মোরশেদ আহমেদ রিপন, জিএম মাজারুল ইসলাম ডাবলু, আজিজুর রহমান ও সৈয়দ জামিল উদ্দিন বাপ্পা।