UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বুধবার থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম

usharalodesk
আগস্ট ৯, ২০২১ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রায় এক মাসেরও বেশি সময় পরে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে দেশের ব্যাংকিং খাতে। করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে ঘোষিত ‘কঠোর লকডাউনের’ মেয়াদ না বাড়ানোর ফলে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

১১ আগস্ট থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য জন্য ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

আজ সোমবার (৯ আগস্ট) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।

তাতে বলা হয়েছে, অফিসের কর্মপরিবেশে সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি সবসময় মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

(ঊষার আলো-এফএসপি)