ঊষার আলো ডেস্ক : বৌদ্ধ পূর্ণিমার ছুটিতে একদিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আবারও আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হয়েছে। এছাড়াও ভারতে আটকে পড়ে যাওয়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে দেশে ফিরছেন।
আজ বৃহস্পতিবার (২৭ মে) সকাল থেকে দুই দেশের মধ্যে ফের আমদানি-রপ্তানি সচল হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বুধবার (২৬ মে) বৌদ্ধ পূর্ণিমার একদিন সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে সকল বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। বৃহস্পতিবার ছুটি শেষ হওয়ায় আবারও সচল হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম।
আরও জানা যায়, ২৬ মে বৌদ্ধ পূর্ণিমার সরকারি ছুটিতে বেনাপোল-পেট্রোপোল বন্দরে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও সচল ছিল দু’দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। কিন্তু সরকারের নির্দেশনা অনুযায়ী শুধু দুই দেশে আটকা পড়া পাসপোর্ট যাত্রীরা এনওসি নিয়ে দেশে ফিরতে পারছেন। এছাড়া আটকা পড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা দেশে ফিরলে নিজ খরচে ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।
(ঊষার আলো-এফএসপি)