UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বেসরকারি পাটকল শ্রমিকদের প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রাসহ দুদিনের কর্মসূচি

koushikkln
ডিসেম্বর ২, ২০২২ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : খুলনার আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার বন্দকৃত ব্যক্তিমালিকানাধীন মহসেন, এ্যাজাক্স, সোনালি, জুট স্পিনার্স , আফিল সহ বন্দকৃত সকল জুট মিল চালু ও চুড়ান্ত পাওনা পরিশোধ ও সম কাজে সম মুজুরী, ২০০৬ সালের শ্রম আইন কার্যকরি করা, শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা, শ্রমিকদের স্থায়ি করা, পিএফ গ্রাইচুটি সহ যাবতিয় ছুটি কার্যক্রর, জাতীয় নি¤œতম মুজুরী কমিশন গঠন , মুল মুজুরি ১০ হাজার টাকা নির্ধারণ, ২০০৬ সালের শ্রম আইন মোতাবেক বেসরকারী জুট মিল পরিচালনা সহ শ্রমিক কর্মচারীদের ন্যায়সঙ্গত ৬ দফা দাবি আদায়ের লক্ষে ও শ্রম আইন মোতাবেক আফিল ও জুট স্পিনার্স শ্রমিকদের পাওনা পরিশোধ না করে জোরপুর্বক শ্রমিকদের সাক্ষর রাখার প্রতিবাদে।

বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন রেজি নং (১০) এর উদ্যোগে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ি শুক্রবার (০২ ডিসেম্বর) বিকাল ৩টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্তরে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়, সংগঠনের সভাপতি শেখ আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও শ্রমিক নেতা বাবুল শেখ এর পরিচালনায় বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযাদ্ধা ক্বারী আসহাবউদ্দীন, ইজ্ঞিল কাজী, আফিল জুট মিলের শ্রমিক নেতা মোঃ নিজামউদ্দিন, রেজাউল ফারুক হাবিব, এ্যাজাক্স জুট মিলের শ্রমিক নেতা মোঃ আঃ ওহাব, বীর মুক্তিযোদ্ধা আজাহার মাতবর, এম এ ওয়াহিদ মুরাদ, মোঃ আঃ ওদুদ শরিফ, শেখ ইলিয়াছ হোসেন, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা শহিদুল ইসলাম, আবুল কালাম, মোঃ আলাউদ্দিন , মোঃ জাহাঙ্গির, মোঃ মুজিবর সোনালী জুট মিলের শ্রমিক নেতা মোঃ সেকেন্দার শেখ , মোঃ বিল্লাল শেখ, মুন্সি আবুল কাশেম সাংবাদিক মিহির রজ্ঞন বিশ^াসসহ বিভিন্ন জুট মিলের সিবিএ নন সিবিএ নেতৃবৃন্দ।

সভা থেকে আগামি ১২ ডিসেম্বর সকাল ১০ টায় ফুলবাড়ীগেট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা এবং ১৬ ডিসেম্ভর মহান বিজয় দিবস উপলক্ষে বেসরকারী পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বিকাল ৪ টায় গাফফার ফুড মোড়ে বীর মুক্তিযোদ্ধা শ্রমিকদেরকে সংবর্ধনা ও স¤œাননাদেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।