UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ আজ

ঊষার আলো
আগস্ট ৪, ২০২১ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ চলছে। এই সময়ে ব্যাংকিং কার্যক্রম সীমিত পরিসরে চলছে। ব্যাংকিং কার্যক্রমের সাথে সঙ্গতি রেখে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেনও চলছে সীমিত পরিসরে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আজ (৪ আগস্ট) লেনদেনসহ ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় বুধবার বন্ধ থাকছে দেশের উভয় শেয়ারবাজারও।

গত ২৮ জুলাই জারি করা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১ ও ৪ আগস্ট রোববার ও বুধবার সকল ব্যাংক বন্ধ থাকবে। আগামীকাল ৫ আগস্ট থেকে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।

এছাড়া গত ১৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন থেকে জারি করা নির্দেশনার অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

ওই নির্দেশনায় বলা হয়, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে পরিপালনপূর্বক সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগসমূহসহ ব্যাংক স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক কীছু শাখা খোলা রাখতে পারবে।

আন্যদিকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিএসইসি জানায়, সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের মধ্যে সীমিত পরিসরে শেয়ারবাজারে লেনদেনের সময়সীমা আরও বাড়ছে। নতুন সময়সীমা অনুযায়ী ২, ৩ ও ৫ আগস্ট সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত শেয়ারবাজারের লেনদেন চলবে। আর ১ এবং ৪ আগস্ট ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজারের লেনদেনও বন্ধ থাকবে।

(ঊষার আলো-এফএসপি)