UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাটসম্যান হাতি! প্রায় প্রতি বলই যাচ্ছে বাউন্ডারিতে!

usharalodesk
মে ২৯, ২০২১ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশসহ সারা বিশ্বে ক্রিকেট একটি বহুল জনপ্রিয় খেলা। কিন্তু হাতি ক্রিকেট খেলছে ও পুরোদুস্তর ব্যাটিং করছে এমনটা হয়তো মানুষ কমই দেখেছেন।

শুঁড়ে ধরা বড় লাঠিই হল তার ক্রিকেট ব্যাট ও অপরপ্রান্ত হতে বোলিং করছেন তার মাহুত। দারুণ ব্যাটিং হাতির প্রায় প্রতি বলেই বাউন্ডারি হাঁকাচ্ছে ‘ব্যাটসম্যান হাতি’।

ব্যতিক্রমী এ ক্রিকেট ম্যাচ দেখা যায় ভারতের কেরালায়।  টুইটারে হাতির ব্যাটিংয়ের এই ব্যতিক্রমী ভিডিও পোষ্ট হওয়ার পর দারুণ সাড়া পড়ে ও  ভাইরাল হয়।

কেরালার গানুপ্রেম নামের এক ব্যক্তি এ ভিডিওটি টুইটারে পোস্ট করেন। তিনি লেখেন, ‘কখনো কী হাতিকে ক্রিকেট খেলতে দেখেছেন? সম্ভবত সে অনেক আর্ন্তজাতিক ক্রিকেটারের চেয়ে বেশ ভালো খেলে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় এ ভিডিও।

গানুপ্রেমের হাতির সাথে ক্রিকেট খেলার এ ভিডিও অনেক ক্রিকেটাদের দৃষ্টিও আকর্ষণ করে।  ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগসহ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন নিজের টুইটারে এ ভিডিও শেয়ার করেন।  তবে মাইকেল ভিডিও শেয়ারের পাশাপাশি ক্যাপশনে লিখেছেন, ‘আমি নিশ্চিত যে এই হাতির ইংলিশ পাসপোর্ট রয়েছে’

(ঊষার আলো-এফএসপি)