UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ১১ দিনে এক হাজার ১০৮ টন ইলিশ রপ্তানি

usharalodesk
অক্টোবর ৪, ২০২১ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বেনাপোল বন্দর দিয়ে এ বছর (১১ দিনে) ভারতে এক হাজার ১০৮ টন ইলিশ রপ্তানি হয়েছে। দেশে এবার ইলিশ উৎপাদন কম হওয়ায় সরকার অনুমোদনের চার ভাগের মাত্র এক ভাগ ইলিশ রপ্তানি করতে পেরেছে।

আজ সোমবার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা স্বপন কুমার দাস।

তিনি বলেন, সরকার ১১৫ জন রপ্তানিকারককে ৪০ টন করে ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছিলো। যার মধ্যে হতে ২০ জন রপ্তানিকারক গত ১১ দিনে এক হাজার ১০৮ টন ইলিশ ভারতে রপ্তানি করেছে।

বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে এবার প্রতিটি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন করে ১১৫টি প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছিলো বাংলাদেশ সরকার। এর মধ্যে ২০ সেপ্টেম্বর ৫২টি প্রতিষ্ঠানকে দুই হাজার ৮০ মেট্রিক টন ও ২৩ সেপ্টেম্বর ৬৩টি প্রতিষ্ঠানকে দুই হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়।

তবে নিদিষ্ট সময়ের মধ্যে রপ্তানিকারকেরা অনুমোদনের চার ভাগের এক ভাগ ইলিশ ভারতে রপ্তানি করতে পেরেছে।

(ঊষার আলো-এফএসপি)