UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত থেকে রেলপথে ৫০ হাজার টন চাল আমদানি

ঊষার আলো
মে ৫, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারত থেকে রেলপথে ৫০ হাজার টন চাল আমদানি করা হচ্ছে। নন-বাসমতি সেদ্ধ এই চাল আনতে সরকারের মোট ব্যয় হবে ১৬৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের এই প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বুধবার (৫ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এ প্রস্তাবটি অনুমোদন দেয়া হয় বলে বৈঠক শেষে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার।
ড. শাহিদা আক্তার বলেন, ভারতের মেসার্স সৌবিক এক্সপোর্টস লিমিটেড খাদ্য অধিদফতরকে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল সরবরাহ করবে। প্রস্তাবটি অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। প্রতি মেট্রিক টন চালের দাম ধরা হয়েছে ৩৮৬ মার্কিন ডলার। এই হিসেবে বাংলাদেশি টাকায় চালের মোট দাম দাঁড়াবে ১৬৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার টাকা। প্রতিকেজি চালের দাম পড়বে ৩২ দশমিক ৭৩ টাকা। ভারতের ছত্তিশগড় রেল স্টেশন থেকে লোড হয়ে বাংলাদেশের বেনাপোল, দর্শনা ও রোহানপুর রেলবন্দর দিয়ে এই চাল দেশে প্রবেশ করবে।

(ঊষার আলো-এমএনএস)