UsharAlo logo
বুধবার, ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ভাষা সৈনিক, ২০দলীয় জোট ও শ্রমিকনেতা লোকমান হাকিম আর নেই

usharalodesk
মে ২৬, ২০২১ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : চলে গেলেন সকলের প্রিয় প্রখ্যাত শ্রমিক নেতা ভাষা সৈনিক ও সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা মহানগর কমিটির সভাপতি আলহাজ্ব লোকমান হাকিম(৮৩)। স্ট্রোক করে প্যারালাইজড হয়ে দীর্ঘ দিন শয্যাসায়ী ছিলেন তিনি। তিনি বুধবার( ২৬ মে) ভোর ৫টায় খালিশপুর ১২/এ নর্থ জোন নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ ওয়াইন্না ইলাইহি রজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুহগ্রাহী রেখে যান। তার গ্রামের বাড়ি ফুলতলা উপজেলার দামোদর। অত্যন্ত বড় মাপের শ্রমিক নেতা লোকমান হাকিম সুবক্তা স্পষ্টবাদী ও খুলনা গড়ার আন্দোলনে নিবেদিত প্রান এবং শ্রমিক আন্দোলনের প্রান পূরুষ সদা হাস্যোজ্জল নির্লোভ হিসেবে সকলের প্রিয় ছিলেন । গনতান্ত্রিক আন্দোলনে তার বিরোচিত ভূমিকা গনতন্ত্রকামী জনগন ও আন্দোলন কারীদের অনুপ্রেরনা হিসেবে কাজ করবে । তিনি খুলনা বিদ্যুৎ কেন্দ্রের সিবিএ সভাপতি ছিলেন দীর্ঘ দিন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ জোহর খালিশপুর গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র জামে মসজিদের সামনে অনুষ্টিত হয়। জানাজায় অংশ নেন মহানগর বিএনপির সভঅপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ জাফর ইমাম, খালিশপুর বণিক সমিতির সভাপতি আব্দুল মতিন বাচ্চু, সাঃ সম্পাদক সাহিদুর রহমান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ডালিম হাওলাদার, ১০নং ওয়ার্ড কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, জামায়াত নেতা মাস্টার শফিকুল আলম, আজিজুল ইসলাম ফারাজী, মোশাররফ আনসারী, উন্নয়ন কমিটির নেতা আলহাজ্ব মোশাররফ হোসেন, আশরাফ হোসেন, মনিরুজ্জামান রহিম, সোহরাব হোসেন, নিজামুর রহমান লালু, আবু সফিয়ান, শেখ আইনুল হক, বিএনপি নেতা মোশাররফ হোসেন, শাহিনুল হক পাখি, আবু হোসেন বাবু, আড, ফজলে হালিম লিটন, স ম আঃ রহমান, আবু সালেহ, সিরাজুল হক নান্নু,সাম্যবাদী দলের এফ এফ ইকবাল, কেসিসির কর্মকর্তা সরদার আবু তাহের, এড. মনিরুজ্জামান, এড. নাসির উদ্দীন, সুজন খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসনে বাবলু, সম্পাদক খলিলুর রহমান সুমন, আসিফ ইকবাল, খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাসান হাফিজুর রহমান, বাবুস সালাম মসজিদের ইমাম মাওঃ জাফর সাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। জানাজা নামাজে ইমামতি করেন খুলনা বিদ্যুৎ কেন্দ্রের ইমাম মাওলানা আবেদ আলী। তাঁর মৃত্যুতে মহানগর ও জেলা বিএনপি শোক প্রকাশ করেছেন। একই সাথে সুজন জেলা কমিটি ও খালিশপুর কমিটি শোক প্রকাশ করেছে। শোক বার্তায় বলা হয়, খুলনার রাজনৈতিক অংগনের ত্যাগী ও বলিষ্ট নেতা মরহুম লোকমান হাকিমের মৃত্যূতে শোকাহত আমরা তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ।

(ঊষার আলো-আরএম)