UsharAlo logo
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় ৭ মণ ইলিশ জব্দ, জেল-জরিমানা

ঊষার আলো
অক্টোবর ২৬, ২০২২ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে  মেঘনা ও তেতুঁলিয়া নদীতে ইলিশ ধরার অপরাধে ৪১ জেলেকে কারাদণ্ড ও চার জেলেকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া দুটি মাছ ধরা ট্রলার থেকে জব্দ করা হয়েছে ৭ মণ ইলিশ।

বুধবার (২৬ অক্টোবর) ভোর থেকে জেলা মৎস্য বিভাগ পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন। ভোলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লা এতথ্য নিশ্চিত করেছেন।মোল্লা এমদাদুল্লা বলেন, মা ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগের একটি টিম গতকাল মঙ্গলবার মেঘনা নদীতে অভিযানে নামে।

এ সময় মেঘনা নদীর চরফ্যাশনে সামরাজ পয়েন্ট থেকে ২টি ট্রলার ও ৭ মণ ইলিশসহ ৪১ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আ. মতিন প্রত্যেকের ৭ দিন করে কারাদণ্ড দেন। জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়েছে।

এছাড়া অপর অভিযানে ভোলা সদরের তেতুলিয়া নদীর তীরবর্তী চর চটকিমারা পয়েন্ট থেকে আটক করা হয় চার জেলেকে। ভ্রাম্যমাণ আদালত তাদের ১২ হাজার টাকা জরিমানা করেন।প্রসঙ্গত, ৭ অক্টোবর থেকে ২৮ অক্টেবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।

ঊষার আলো-এসএ