UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

pial
সেপ্টেম্বর ৪, ২০২২ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় মটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত আব্দুল হাকিম (৭০) উপজেলার পুরাইকাটী গ্রামের মৃত মান্দ গাজীর ছেলে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে রোববার সকাল সাড়ে ৯ টার দিকে আব্দুল হাকিম স্থানীয় বাজারে পাট বিক্রি করে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল। বোয়ালিয়া তাজউদ্দীনের রাইচ মিলের ওখানে পৌঁছনোর পর একই এলাকার বস্ত্র ব্যবসায়ী খায়রুল ইসলাম মটরসাইকেল যোগে দ্রুত গতিতে বোয়ালিয়া আসার সময় ভ্যান অতিক্রম করার সময় সরাসরি আব্দুল হাকিম কে ধাক্কা দেয়।

এসময় বৃদ্ধ হাকিম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন থানার ওসি জিয়াউর রহমান।

(ঊষার আলো-এফএসপি)