UsharAlo logo
শনিবার, ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মণিরামপুরে প্রতিবন্ধী কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঊষার আলো
এপ্রিল ৮, ২০২১ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেহেদী হাসান, মণিরামপুর : মণিরামপুরে সোনালী খাতুন (১৩) নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মার্চ) সন্ধ্যায় ঝাঁপা ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াসিম আকরাম মরদেহটি উদ্ধার করে। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেয় ওই কিশোরী। সোনালী উপজেলার হরিহরনগর ইউপির মদনপুর গ্রামের আব্দুল মজিদ গাজীর মেয়ে। সে শারীরিক প্রতিবন্ধী বলে দাবি স্বজনদের। এই ঘটনায় বিকেলে থানায় অপমৃত্যু মামলা করেছেন কিশোরীর পিতা। তার আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি। পুলিশ ও স্বজনরা জানান, শারীরিকভাবে প্রতিবন্ধী ছিল সোনালী। বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ ঘরের আড়ার সাথে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দেয় সে। পরে সোনালীর ভাবি খাদিজা খাতুন দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে লাশ নামিয়ে আনেন। ঝাঁপা ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়াসিম আকরাম সন্ধ্যায় ঘটনাস্থল থেকে বলেন, মেয়েটি গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে। কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যাচ্ছে না। প্রকৃত কারণ জানতে লাশ উদ্ধার করে মর্গে পাঠাচ্ছি।

(ঊষার আলো-এমএনএস)