তেরখাদা প্রতিনিধি : সাউথ এশিয়া সোশ্যাল কালচারাল ফোরাম ও আন্তর্জাতিক সাহিত্য ঘরানা আয়োজিত ‘ভারত বাংলাদেশের স্বাধীনতার হীরক ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের কলকাতায় অনুষ্ঠিত মৈত্রী উৎসব-২০২২’ এ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড-২০২২” আজীবন কৃতি সম্মাননা অর্জন করেছেন।
গত শনিবার (২০ আগস্ট) ভারতের কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়। উপমহাদেশের কিংবদন্তি সাংবাদিক ও লেখক পঙ্কজ সাহা ও সাউথ এশিয়া সোশাল কালচারাল ফোরাম এর চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ স্বীকৃতির অংশ হিসেবে পদক এবং সম্মাননা তুলে দেন মোঃ লিয়াকত আলী খানের হাতে। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রী দেবাশীষ কুমার, বিধায়ক পশ্চিম বঙ্গ, ভারত, শ্রী সুজিত কুমার বসু, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলরসহ ভারত ও বাংলাদেশের অনেক সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণিজন।
পুরষ্কার প্রাপ্তিতে মোঃ লিয়াকত আলী খান বলেন- অনেক পাওয়ার মাঝে কর্ম জীবনের শেষ প্রান্তে এ মহৎ প্রাপ্তি আমাকে আয়োজকদের কাছে চির কৃতজ্ঞতায় আবদ্ধ রাখবে। এর আগে তিনি একই বিষয়ে ১৮ জুলাই ২০২২ তারিখে ইকোনোমিক রিপোর্টাস ফোরাম ঢাকা, মিলানায়তনে বেঙ্গল সােসাল এ্যাডুকেশন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানে “ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২” পুরষ্কারে ভ‚ষিত হন।