ঊষার আলো রিপোর্ট : বিএনপি-জামায়াতের সন্ত্রাসী ও সরকারবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সমাবেশ ও শান্তি মিছিল করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এদিন সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওস্থ উত্তর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়।
গণমাধ্যমে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশ ও শান্তি মিছিলে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন উত্তরের সাধারণ সম্পাদক এমএম মান্নান কচি। এতে মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় পতাকাসহ মিছিলে যোগদান করবেন।
ঊষার আলো-এসএ