ঊষার আলো ডেস্ক : জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কে এম আজম খসরুর স্বাক্ষরিত নবগঠিত খুলনা মহানগর আহবায়ক কমিটির ,আহবায়ক মোঃ হারুন অর রশিদ ও সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান আসাদের ১৩ ই ডিসেম্বর সোমবার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দিয়েছেন।
এতে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর এর অধীনে যে সকল কমিটি আছে থানা কমিটি/ ওয়ার্ড কমিটি/ ইউনিট কমিটি/ ইস্টার্ন কমিটি/ মহিলা কমিটি/ যুব কমিটি/ খুলনা মহানগর ইজি বাইক শ্রমিক লীগ কমিটি/ খুলনা মহানগর পেশাজীবী শ্রমিক লীগ কমিটি/ খুলনা মহানগর অটো রিক্সা শ্রমিক লীগ কমিটি / খুলনা মহানগর হুকার শ্রমিক লীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হইল।