UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মহেশ্বরপাশায় বিদ্যুৎস্পূষ্টে যুবকের মৃত্যু

ঊষার আলো
জানুয়ারি ২৭, ২০২৩ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ফুলবাড়ীগেট প্রতিনিধি : মহেশ্বরপাশা খানাবাড়ী এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পূষ্টে মো. নাঈম হোসেন(১৯) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকাল সোয়া ৪টায় কেসিসি ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফরহাদ হোসেনের বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম বাড়ীর মালিক ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. ফরহাদ হোসেনের বড় ভাই মো. বিল্লাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. শেখ আফিল উদ্দিন জানায় আমার ছেলে রিয়াজুল ইসলাম কবুতরের খাবার দিতে গিয়ে দেখতে পায় পার্শবর্তি নির্মাণাধীন ভবনের ৩য় তলায় কাজ করার সময় অসাবধানতাবসত পাশের বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনে বিদ্যুৎষ্পূষ্ট হয়। দ্রুত দৌড়ে গিয়ে বাড়ীর লোকজনদের নিয়ে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য বলে ঘোষনা করে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসেছে। শুক্রবার এশা বাদ খানাবাড়ী ঈদগহে জানাযা শেষে তাকে যোগিপোল কবরস্থানে দাফন করা হয়।