UsharAlo logo
বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মাগুরায় বাম জোটের পক্ষ থেকে মে দিবস পালন

usharalodesk
মে ১, ২০২১ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মহান মে দিবস উপলক্ষে মাগুরায় শনিবার (১ মে) দুপুরে শ্রমিক হত্যা, শ্রমিক ছাটাই বন্ধ ও করোনায় ক্ষতিগ্রস্থ নিন্ম আয়ের মানুষের জন্য ন্যায্য মূল্যে রেশন চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে জেলা বাম গণতান্ত্রিক জোট।
দুপুরে শহরের চৌরঙ্গীর মোড়ে বাম জোটের আহবায়ক ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে মানববন্ধন শেষে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মাগুরা সদর উপজেলা শাখার সভাপতি এটিএম আনিসুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর কেন্দ্রীয় নেতা প্রকৌশলী শম্পা বসুসহ অন্যরা।
মানববন্ধন শেষে মহান মে দিবস স্মরণে ও শ্রমিক কৃষকের অধিকার আদায়ের দাবিতে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।

(ঊষার আলো-এমএনএস)