UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মানহানির মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

ঊষার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে ২০১৬ সালে দায়ের করা একটি মানহানির মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহেদেী হাসান এ খালাস আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২১ ডিসেম্বর ঢাকায় এক সমাবেশে স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা ও শেখ মুজিবুর রহমান সম্পর্কে বেগম খালেদা জিয়ার একটি বক্তব্যকে বিভ্রান্তি মূলক আখ্যা দিয়ে ওই বছরের ২৪ ডিসেম্বর রায়হান ফারুকী ইমাম নামে এক ছাত্রলীগ নেতা বাদী হয়ে বিএনপির দলীয় প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে মানাহানির মামলা দায়ের করেন।

মামলার বাদী আদালতে উপযুক্ত কারণ উপস্থাপন ছাড়া দীর্ঘ দিন অনুপস্থিত এবং মামলার কোনো তদবির না করায় মঙ্গলবার মামলায় অভিযোগ গঠনের ধার্য দিনে আদালত মামলাটি খারিজ করে অভিযুক্ত খালেদা জিয়াকে খালাস প্রদান করেন।