UsharAlo logo
শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ঊষার আলো প্রতিবেদক
ডিসেম্বর ১৪, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

শহীদ বৃদ্ধিজীবীদের স্মরণ করার পাশাপাশি জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আহবান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে আলোচনা সভায়  নেতৃবৃন্দ এ কথা বলেন। খুলনা প্রেসক্লাবস্থ ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. আনিসুজ্জামান।

ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় বক্তৃতা করেন বিএফইউজের সহকারী মহাসচিব ও এমইউজে খুলনার সহ-সভাপতি এহতেশামুল হক শাওন, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, সিনিয়র সদস্য এরশাদ আলী, জি এম রফিকুল ইসলাম, মো. জাকিরুল ইসলাম, আতিয়ার পারভেজ, কে এম জিয়াউস সাদাত। এ সময় এম এ হাসান, নাজমুল হক পাপ্পু, মাশরুর মুর্শেদ, সেখ ইউসুফ আলী, আহমদ মুসা রঞ্জু, আশরাফুল ইসলাম নূর, রকিবুল ইসলাম মতি, সেলিম গাজী, এম এ জলিল, কামরুল হোসেন মনি প্রমুখ উপস্থিত ছিলেন । দোয়া পরিচালনা করেন নির্বাহী সদস্য মুহাম্মদ নূরুজ্জামান।

সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে একটি জাতিকে মেধা শূণ্য করতে পরিকল্পিতভাবে দেশের সূর্য সন্তানদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। মুক্তিযুদ্ধের উত্তাল দিনগুলোতে সাংবাদিকবৃন্দ জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করেন, বিশ্বে স্বাধীনতার পক্ষে জনমত তৈরী করেন। আতœ উপলব্ধির এইদিনে শহীদ বুদ্ধিজীবীদের উত্তরাধিকারী হিসেবে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে, দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। তবেই দেশ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ বলেন, শহীদ বুদ্ধিজীবিদের তালিকায় ১৩ জন সাংবাদিকও রয়েছেন। এছাড়াও আরো অনেক সাংবাদিকের কথা শোনা যাচ্ছে। তাই একটি পূর্নাঙ্গ তালিকা করার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করা হয়

ঊ/আ-এইচআর