UsharAlo logo
রবিবার, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মে দিবসে দৌলতপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শোক র‍্যালি

ঊষার আলো প্রতিবেদক
মে ১, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে খুলনা নগরীর দৌলতপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- ৫৮৭)’র উদ্যোগে বৃহস্পতিবার ( ১ মে) সকালে সংগঠনের সভাপতি মোঃ খোকন মোড়লের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম হোসেন মিয়ার সার্বিক তত্ত্বাবধানে ও সংগঠনের কার্যকরী সভাপতি ফকির আলী আহমেদ মিঠুর সঞ্চালনায় র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র‍্যালিটি দৌলতপুর উপশহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষেপ করে মহাসিন মোড় তেতুলতলা সংলগ্নে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা শেখ ইমাম হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মো. খবির উদ্দিন, উপদেষ্টা মো. আকরাম বেপারী, সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, মোঃ মাসুম মালী, যুগ্ম সম্পাদক শেখ শাহজাহান, সহ-সাধারণ সম্পাদক মো. নাসির হাওলাদার, মো.রাজু শেখ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাই, কোষাধ্যক্ষ শেখ আজিজুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক মো. মিলন হাওলাদার, দপ্তর সম্পাদক মোঃ আবু শেখ, সদস্য যথাক্রমে মোহাম্মদ মো. ইলিয়াস খাসহ শলুয়া বাজার , মহেশেরপাশা কালীবাড়ি , তেলিগাতী ল্যাবরেটরি মোড় , দেয়ানা দক্ষিণপাড়া আসাদের মোড়, পাবলা কবির বটতলা শাখার সফল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।