মোংলায় কাঁচা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করা ও সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি না করার দায়ে ৩ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৯ জুলাই) সকালে মোংলা কাঁচা বাজারে এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: হাবিবুর রহমান। এসময় ৩ ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাবিবুর রহমান জানান, কাঁচা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে ব্যবসা পরিচালনা করায় ১জনকে ৫ হাজার টাকা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে গ্যাস বেশী দামে বিক্রি করায় ২জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে মূল্য তালিকা রাখতে এবং পণ্য নির্দিষ্ট দামে বিক্রি করার নির্দেশ প্রদান করা হয়।
তিনি আরো বলেন, ব্যবসায়ীদের সতর্কতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন উপজেলা ভূমি ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী রাহুল কুমার পাল ও মোংলা থানার একদল পুলিশ সদস্য।