UsharAlo logo
বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় ইয়াবাসহ ব্যাবসায়ী আটক

pial
আগস্ট ৪, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা : মোংলায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে মোংলা থানা পুলিশ। আটক যুবক কিশোরগঞ্জের ভৈরব থানার নন্দিয়া গ্রামের বজলু মিয়ার ছেলে রাজা মিয়া (৪২)।

তিনি বাগেহাটের ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর এলাকার মোহাম্মদ আলীর বাড়িতে ভাড়া থাকেন।

বৃহস্পতিবার (৪ আগষ্ট) সকালে ৯টার দিকে দিগরাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দিগরাজ শিল্প এলাকার মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাস্তার ওপর থেকে রাজা মিয়াকে আটক করে এস আই অমিত বিশ্বাস, এএসআই জ্যোতির্ময় ফৌজদার ও এএসআই জসিম উদ্দিন। পরে তল্লাশি করে তার হেফাজত থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি ইয়াবাসহ আটক রাজা মিয়া একজন মাদককারবারী।

আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

(ঊষার আলো-এফএসপি)