UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় সাংবাদিকদের সাথে উপজেলা মৎস্য কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

pial
জুলাই ২৪, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ এরশাদ হোসেন রনি, মোংলা : “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে মোংলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।

রবিবার (২৪ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা মৎস্য অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম সাংবাদিকদের সামনে বর্তমান সময়ে মৎস্য খাতে অগ্রগতি, সাফল্য, মৎস্য সংরক্ষন সহ দেশব্যাপি মাছের উৎপাদন, প্রজনন ও বিভিন্ন সুফলের দিক তুলে ধরেন। এসময় সাংবাদিকদরাও উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে মৎস্য বিষয়ের ওপর প্রশ্ন তুলে ধরে বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন।

সভায় সিনিয়র মৎস্য কর্মকর্তা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপনের অনুমোদিত কর্মসূচি সম্পর্কে আলোচনা করেন।

এসময় মোংলা সহকারী মৎস কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমানসহ স্থানিয় সাংবাদিকবৃন্দ উপস্থিথ ছিলেন।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবছরও সারাদেশের ন্যায় এই উপজেলাতেও ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। আগামী এক সপ্তাহ ব্যাপী কর্মকান্ডের মধ্যে রয়েছে ব্যাপক প্রচার ও প্রচারণা, যে কোন দূর্যোগ মোকাবেলায় চাষীদের অবহিতকরণ,তাৎপর্যবাহী বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ, মাছের পোনা অবমুক্তকরণ, হাট- বাজারে ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, ভিডিও- প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

(ঊষার আলো-এফএসপি)