মোংলা প্রতিনিধি : মোংলায় ৫৫ টি সুন্ধি বিরল প্রজাতির কচ্ছপ সহ এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার দিবাগত রাতে মোংলার দিগরাজ বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যাক্তির নাম তৌহিদ সরদার (৩০)। সে খুলনা জেলার ডুমুরিয়া থানার জোবান সরদারের ছেলে বলে জানিয়েছে কোষ্টগার্ড ।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ হাসানুজ্জামান বৃহস্পতিবার (৯ডিসেম্বর) বিকালে জাগো নিউজকে বলেন উদ্ধারকৃত বিরল প্রজাতির সুদ্ধি কচ্ছপগুলো গোপনে খুলনায় পাচার করছিলো তৌহিদ। এই খবর পেয়ে দিগরাজ বাজারে অভিযান চালিয়ে কচ্ছপ সহ তাকে আটক করি।
পরে জব্দকৃত কচ্ছপসহ আটক তৌহিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয় বলে জানান তিনি