UsharAlo logo
শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলা থানা ভবন থেকে তক্ষক উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর

pial
জুন ২৩, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃএরশাদ হোসেন রনি (মোংলা) : মোংলা থানা ভবন থেকে একটি তক্ষক উদ্ধার করেছে মোংলা থানা পুলিশ সদস্যরা। পরে সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

থানা সুত্রে জানা যায়, বুধবার (২২ জুন) আনুমানিক রাত ২ টার দিকে মোংলা থানা ভবনের ৫ম তলায় পুলিশ পরিদর্শক সুজিত কুমার বিশ্বাস,(মোংলা সার্কেল অফিস) শয়ন কক্ষে পরনের কোর্টে হঠাৎ তক্ষকটি দেখতে পেয়ে চিৎকার করে তাড়া করলে রুমের বাহিরে চলে যায়। পরবর্তীতে মোংলা থানা পুলিশের কয়েকজন সদস্য মিলে তক্ষকটি উদ্ধার করে।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে করমজল বন্য প্রানী সংরক্ষণের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির’র কাছে তক্ষতটি হস্তান্তর করা হয় বলে জানান মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম।

(ঊষার আলো-এফএসপি)