UsharAlo logo
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলা বন্দরে ভিড়লো “এমভি প্রিসিয়াস কোরাল”

মোংলা প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৪ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

মেট্রোরেল প্রকল্পের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়লো পানামা পতাকাবাহী জাহাজ এমভি প্রিসিয়াস কোরাল।
বুধবার (১৩মার্চ) দুপুরে জাপান থেকে মেট্রোরেল প্রকল্প মালামাল নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ”এমভি প্রিসিয়াস কোরাল” দুপুরে মোংলা বন্দরের সাত নম্বর জেটিতে ভিড়ছে।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট এর ম্যানেজার ( অপারেশন) মাহাবুব আলম হিরো জানান, জাপানের কোবে বন্দর থেকে ৯৭ প্যাকেজের প্রায় ৫ শত ৭৮ মেট্টিক টন মেশিনারী মালামাল নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে পানামা পতাকা বাহী জাহাজটি। বুধবার দুপুরে বন্দরের ৭ নং নম্বর জেটিতে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এমভি প্রিসিয়াস কোরাল।
মেট্রোরেলের এসব মেশিনারিজ পণ্য বন্দর জেটিতে খালাস করা হবে। এর পর বন্দর জেটি থেকে নৌ ও সড়ক পথে দিয়াবাড়ী মেট্রোরেল প্রকল্প এলাকায় নেওয়া হবে।