UsharAlo logo
মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলা বন্দর জেটিতে একই সাথে ভিড়েছে ৪টি বিদেশি জাহাজ

ঊষার আলো প্রতিবেদক
মার্চ ২৫, ২০২৫ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

পানামা পতাকাবাহী জাহাজ এম ভি জুপিটার ৪০৮৩ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে বন্দরের ৫নং জেটিতে, সাউথ কোরিয়া পতাকাবাহী জাহাজ এম ভি মেরিগোল্ড ৫০০০ মেট্রিক টন গুড় নিয়ে বন্দরের ৬নং জেটিতে, হংকং পতাকাবাহী জাহাজ এম ভি হ্যান হুই ১৯৭০.৪১০ মেট্রিক টন স্টিলের পাইপ পণ্য নিয়ে বন্দরের ৭নং জেটিতে এবং বারবাডোস পতাকাবাহী জাহাজ এম ভি আনকা ব্লু ১৭৬৯.০৬৯ মেট্রিক টন মেশিনারিজ মালামাল নিয়ে বন্দরের ৮ নং জেটিতে ভিড়েছে। জেটিতে অবস্থানরত চারটি জাহাজে মোট ১২,৮২২.৪৭৯ মেট্রিক টন মালামাল রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়,  জেটিতে ২৪ মার্চ তারিখ একদিনে ৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজসহ পোর্ট লিমিটের মধ্যে বেসক্রিকে ২টি, হারবারিয়ায় ৫টি, গ্যাস কোম্পানিতে ২টি পয়েন্টে বর্তমানে মোট ১৪টি জাহাজ অবস্থান করছে। এসকল জাহাজে- বিভিন্ন ধরনের মেশিনারিজ, চিটাগুড়, স্টিলের পাইপ, চাল, কয়লা, ক্লিংকার ও সার রয়েছে।

ঊআ-বিএস