UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ম্যারিকোর লভ্যাংশ ঘোষণা

ঊষার আলো
জানুয়ারি ২৫, ২০২২ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড।

কোম্পানিটির গত বছরের (২০২১) তিন প্রান্তিক অর্থাৎ ৯ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।ডিএসইর তথ্য মতে, শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ১৫ ফেব্রুয়ারি রেকর্ড দিন নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ ওইদিন যাদের কাছে শেয়ার থাকবে, তারা ঘোষিত লভ্যাংশ পাবেন।

এদিকে ২০২১ সালের শেষ তিন প্রান্তিকে ম্যারিকোর শেয়ার প্রতি আয় হয়েছে ৯০ টাকা ০৮ পয়সা। গত বছরের একই সময়ে তা ৭৯ টাকা ৩৫ পয়সা ছিল। আগের বছরের তুলনায় ১১ টাকা বেশি।

এর মধ্যে অক্টোবর থেকে ডিসেম্বর তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৩৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২২ টাকা ৬৮ পয়সা ছিল। অর্থাৎ প্রায় ৫ টাকা বেড়েছে মুনাফা।

ঊষার আলো-এসএ