UsharAlo logo
শুক্রবার, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যৌতুকের দাবিতে গৃহবধুকে পিটিয়ে জখম; স্বামী, শ্বশুর-শাশুড়ি আটক

usharalodesk
মার্চ ১৯, ২০২১ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় যৌতুকের দাবিতে এক গৃহবধুকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ নির্যাতিতা গৃহবধুর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে বিগত ৫ বছর আগে উপজেলার সোলাদানা ইউনিয়নের ছালুবুনিয়া গ্রামের আশরাফ আলী সরদারের ছেলে আমান সরদার(২৭) এর সাথে গড়ইখালী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের মৃত মাসুদ গাজীর মেয়ে লিমা আক্তার(২২) এর বিবাহ হয়। বিয়ের পর থেকে গৃহবধু লিমার স্বামী, শ্বশুর ও শাশুড়ি বিভিন্ন সময়ে যৌতুকের টাকা দাবি করে আসছে। টাকা দিতে না পারায় তারা প্রায় লিমাকে শারিরিক ও মানসিক নির্যাতন করে আসছে। বর্তমানে গৃহবধু লিমার ৪ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। গত বুধবার (১৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পিতৃলয় থেকে দুইলক্ষ টাকা পুনরায় নিয়ে আসতে বললে লিমা অপরগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ি গৃহবধু লিমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন গৃহবধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় নির্যাতিতা গৃহবধু লিমার মা নাছিমা বেগম বাদি হয়ে লিমার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে থানায় মামলা করে। যার নং-২৩, তাং-১৮/০৩/২০২১। এ ঘটনায় গৃহবধুর স্বামী আমান সরদার, শ্বশুর আশরাফ আলি সরদার ও শাশুড়ি নাছিমা বেগমকে আটক করা হয়েছে বলে ওসি এজাজ শফি জানিয়েছেন।

(ঊষার আলো-এমএনএস)