UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাঁধুনী রোবট

ঊষার আলো
মে ৪, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : একদম নিখুঁতভাবে রান্না করে আলোচনার শীর্ষে চলে এসেছে একটি রাঁধুনী রোবট। একদম পাকা রাধুনীর মতো পায়েলা নামের এক ধরণের খাবার রান্না করে দেখিয়েছে রোবটটি। স্পেনে এ খাবারটি খুব জনপ্রিয়। নন-স্প্যানিশরা এ খাবারকে স্পেনের জাতীয় খাবার বলতেও দ্বিধা করেন না। স্পেনের মালাগায় একটি বাণিজ্য মেলায় রোবটটি প্রথম উন্মোচন করা হয়।

পাশে রান্নার উপাদান রেখে দিলেই রোবট নিজের হাতে নিখুঁতভাবে রান্না করতে পারে। হোটেল ও রেস্তোঁরার পাশাপাশি একটি জাপানি সংস্থাও এই রোবটটির প্রতি আগ্রহ দেখিয়েছে।রোবটটিকে বানায়  br5 (Be a Robot 5) এবং ম্যানুফ্যাকচারার কোম্পানি Mimcook। উদ্ভাবকেরা জানায়, মানুষ যাতে করে সৃজনশীল কাজে মনোযোগ দিতে পারেন সে জন্যই এমন রোবট তারা বানিয়েছেন। এটা কফি কিংবা জুস মেশিনের মতোই। এটি মানুষের কর্মসংস্থান নষ্ট করার উদ্দেশ্যে একদমই বানানো হয়নি।

(ঊষার আলো-এফএসপি)