UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ

ঊষার আলো
মে ৬, ২০২১ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নিয়ে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। আজ ৬ মে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বিশ্ববিদ্যালয় ও মহানগর ছাত্রলীগ নেতাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষ থামাতে পুলিশ ও ডিবি লাঠিচার্জ করলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। এ সময়ে দেশীয় অস্ত্র ব্যবহার করতেও দেখা যায়।
এ ঘটনায় প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কামরুজ্জামান চঞ্চল ও মাস্টাররোল কর্মচারী মাসুদ রানার আহত হওয়ার খবর জানা যায়।
সংঘর্ষের বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান বলেন, ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ অবস্থান করছে। তবে, হতাহতের বিষয়ে তিনি কিছু জানা যায়নি পারেননি।

(ঊষার আলো- এম.এইচ)