ঊষার আলো ডেস্ক : রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ, খুলনা মহানগরের কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল ৫টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শ্রমিকনেতা মোঃ আলমগীর হোসেন বাবুর সভাপতিত্বে এবং শ্রমিক নেতা জনার্দন দত্ত নাণ্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেনÑসমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সভাপতি আব্দুল করিম, কোষাধ্যক্ষ কোহিনুর আক্তার কণা, চালক সংগ্রাম পরিষদের সংগঠক মোঃ রফিকুল ইসলাম, মোঃ মানিক মিয়া, ইলিয়াস আকন, আব্দুল হাই, মোঃ সাইফুল্লাহ, মোঃ বাবুল শেখ, মোঃ রকিব শরীফ, মোঃ রশীদ, মোঃ ইব্রাহিম, মোঃ শহিদ, মোঃ হারুনুর রশীদ, মোঃ শহিদুল শিকদার, মোঃ শেখ শহীদ প্রমুখ।
সভায় বক্তারা ব্যাটারি চালিত যানবাহন বন্ধের স্বরাষ্ট্র মন্ত্রীর ঘোষণা প্রত্যাহার করার দাবী জানান এবং অবিলম্বে সঠিক নীতিমালা প্রণয়ন করে ব্যাটারি/বিদ্যুৎ চালিত সকল বাহণের লাইসেন্স প্রদান করা, চালকদের উপর হয়রাণি বন্ধ করা, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ব্যাটারি রিকশার সঠিক নকশা প্রণয়ন করা ও করোনা মহামারীকালে সকল শ্রমিক পরিবারকে ফ্রি রেশন দেয়ার দাবী জানান। এছাড়া রিকশা ও ইজিবাইক চালকদের অধিকার আদায়ে সংগ্রাম বেগবান করা বিষয়ে পরিকল্পনা গৃহীত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আলমগীর হোসেন বাবুকে আহ্বায়ক, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ মানিক মিয়াকে যুগ্ম আহ্বায়ক এবং জনার্দন দত্ত নাণ্টুকে সদস্য সচিব করে ৩৯ সদস্য বিশিষ্ট ৩ মাস মেয়াদকালীন খুলনা মহানগর কমিটি গঠন করা হয়। আগামী ৩ মাসের মধ্যে নগরীর সকল ওয়ার্ডে কমিটি গঠন করার পর খুলনা মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব নব গঠিত কমিটিকে প্রদান করা হয়।