UsharAlo logo
শুক্রবার, ২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রূপসা সন্ধ্যা বাজার কমিটির সভাপতি খেলাফত আটক

ঊষার আলো রিপোর্ট
জানুয়ারি ১৬, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

খুলনার রূপসা সন্ধ্যা বাজার কমিটির সভাপতি খেলাফত হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রূপসা ট্রাফিক স্ট্যান্ড মোড় থেকে খুলনা থানা পুলিশ তাকে আটক করেন। সে খুলনা থানায় এজাহারভুক্ত মামলার আসামি ছিলেন। সে ওই এলাকার বাসিন্দা কালু হাওলাদারের পুত্র।

খুলনা থানার এসআই মো: হাসান বলেন, গ্রেফতারকৃত খেলাফত হাওলাদারের বিরুদ্ধে খুলনা থানায় একটি মামলা রয়েছে। মামলা নং ১২। ৯।৯।২০২৪। সে এই মামলায় এজাহারভুক্ত ১০নম্বর আসামি ছিলেন। মামলার বাদী ছিলেন ৩০নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক ফকির হাওলাদার। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।