ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সম্পাদকম-লীর সদস্য অভিজিৎ চক্রবর্ত্তী দেবুর সহধর্মিনী মণীষা চক্রবর্ত্তী দিপা, কন্যা আয়শী চক্রবর্ত্তী অর্থি, কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য গৌতম কু-ুর মাতা বীণা রানী কু-ু, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার বার্তা সম্পাদক ও মহানগর পূজা পরিষদের উপদেষ্টা অরুণ কুমার সাহার সহধর্মিনী অর্চনা সাহা, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার চীফ রিপোর্টার ও মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য অমিয় কান্তি পালের সহধর্মিনী রেখা রানী পাল, মহানগর পূজা পরিষদের সম্মানিত উপদেষ্টা ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কুমার রায়, বিশিষ্ট সমাজসেবক, ধর্মানুরাগী ও মহানগর পূজা পরিষদের কার্যনিবাহী সদস্য বাবলু বিশ্বাসের ভ্রাতৃবধূ মুক্তা বিশ্বাস, মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য বাসুদেব কর্মকারের পুত্র পিয়াল কর্মকার, খুলনা সদর থানা পূজা পরিষদের অন্যতম নেতা বিধান চন্দ্র রায়ের পিতা প্রভাত চন্দ্র রায় ও জ্যৈষ্ঠ ভ্রাতা রাজীব রায়সহ খুলনা মহানগর ও মহানগর আওতাধীন ৮টি থানা পূজা উদযাপন পরিষদের যে সকল নেতাকর্মী ও তাঁদের আত্মীয়-স্বজন করোনা আক্রান্তসহ বিভিন্ন রোগে অসুস্থ হয়ে হাসপাতাল বা বাড়িতে চিকিৎসারত আছেন তাঁদের সুস্থতা, আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে সোমবার (১২ জুলাই) বিকেল ৫টায় খুলনা আর্য্য ধর্মসভা মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভার আয়োজন করা হয়।
প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল হালদার। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ুর সঞ্চালনায় প্রার্থনা সভায় মাঙ্গলিক মন্ত্র পাঠ করেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক সুরেশ চক্রবর্ত্তী। প্রার্থনা সভায় অংশগ্রহণ করেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর শাখার সহ-সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, অধ্যাপক তারক চাঁদ ঢালী, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, বিশিষ্ট সাংবাদিক ও মহানগর পূজা পরিষদের কার্যনির্বাহী সদস্য বিমল সাহা, অভিজিৎ পাল ও প্রবীর বিশ্বাস, বিশিষ্ট ধর্মানুরাগী, সমাজসেবক ও পূজা পরিষদ সম্পাদকম-লীর সদস্য বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, সুশান্ত ব্যানার্জী, স্বপন কুমার ম-ল, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, খুলনা শাখার সভাপতি সুজিত কুমার মজুমদার, শ্রীগুরু সংঘ খুলনা শাখার সভাপতি সত্যপ্রিয় সোম বলাই, তীর্থালোক সংঘ খুলনার সাধারণ সম্পাদক স্বপন চক্রবর্ত্তী, মহানগর পূজা পরিষদের সম্পাদকম-লীর সদস্য সুব্রত হালদার তপা, উজ্জ্বল ব্যানার্জী, ভোলানাথ দত্ত, ভবেশ সাহা, পলাশ রায়, অশোক ঘোষ, রূপন দে, উজ্জ্বল রায়, সনৎ বকসি, গৌতম মজুমদার, দুলাল সরকার, ছাত্র ঐক্য পরিষদ, খুলনা মহানগর সদস্য সচিব প্রণব চক্রবর্ত্তী, সুশীল দাস, অলোক দে, বাবু শীল, মাণিক শীল, অলোক সাহা, রবিন দাস, নিলয় সাহা, রাজকুমার শীল, সজল দাস, দ্বিপ্র দাস, দিপ্ত বিশ্বাস, অন্তু দে প্রমুখ।