ঊষার আলো প্রতিবেদক : র্যাব ৬ সদস্যরা খুলনা মহানগরী হতে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক আসামী শেখ খোকন (৪২)কে গ্রেফতার করেছে।
০৬ নভেম্বর দুপুরে ভিকটিম নাবালিকা (৭) কে মাছ কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে কেএমপি, খুলনার লবণচরা থানাধীন মোল্লাপাড়া মসজিদ লেন এলাকায় একটি বাড়িতে নিয়ে আসামী শেখ খোকন (৪২) ভিকটিমকে ধর্ষণ করে।ভিকটিম তার মাকে ঘটনাটি জানায়। ভিকটিমের মা বাদী হয়ে কেএমপি, খুলনার লবনচরা থানায় মোল্লাপাড়া মসজিদ লেন (জাহানারার বাড়ির ভাড়াটিয়া) শেখ খোকন(৪২) কে আসামী কর লবণচরা থানায় মামলার করেন।যার মামলা নং-০৪, তারিখঃ ০৮/১১/২০২১, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)। মামলাটি র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার চৌকশ আভিযানিক দল শুরু থেকেই ছায়া তদন্ত শুরু করে। পলাতক আসামীকে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরাতা বৃদ্ধি করে। সোমবার (৮ নভেম্বর) মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামী শেখ খোকনকে গ্রেফতার করে। তাকে লবনচরা থানায় হস্তান্তর করা হয়।