UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

করোনা বিধি উপেক্ষায় র‌্যাবের মোবাইল কোর্ট : ৬ জনের অর্থদন্ড

usharalodesk
জুলাই ৪, ২০২১ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : করোনা ভাইরাস রোধকল্পে খুলনা মহানগরীতে র‌্যাবের ভ্রাম্যমান আদালত পরিচালনায় ৬ জন’কে ২হাজার ৪শ’ টাকা অর্থদন্ড করা হয়েছে।

রবিবার(৪জুলাই) র‌্যাব সূত্র জানায়, করোনা ভাইরাসের সচেতনতা উপেক্ষা করে জনসমাগম করায় আজ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত র‌্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল ও খুলনার সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কেএমপি, খুলনার সদর থানাধীন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।  অভিযান পরিচালনাকালে ২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন এবং ১৮৬০ সালের পেনাল কোডের ১৮৮ এবং ২৬৯ ধারা অনুযায়ী ৬ জনকে দুই হাজার ৪শ টাকা অর্থদন্ড প্রদান করেন। মোবাইল কোর্ট মামলা নং-১৯১/২১, ১৯২/২১, ১৯৩/২১, ১৯৪/২১, ১৯৫/২১ এবং ১৯৬/২১, তারিখ- ০৪/০৭/২০২১ খ্রিঃ ।

(ঊষার আলো-আরএম)